৩৫ জনকে গ্রেপ্তার করল বসিরহাট পুলিশ

Untitledসৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট পুলিশ জেলার দিন ও রাতের লাগাতার অভিযান। বসিরহাট পুলিশ জেলার সুপার কংকর প্রসাদ বাড়ুই, বসিরহাট থানার আইসি প্রেমাশিষ চট্টরাজের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজার থেকে লকডাউন অমান্যকারী, শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাক্স না পরায় মোট ৩০জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি কুড়ি লিটার তরল মাদকসহ ২ মাদক পাচারকারীকে বিরামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ২ অবৈধ মদ বিক্রিতাকে গ্রেপ্তার করা হয় ইটিন্ডা ও গুলাইচন্ডী গ্রাম থেকে। উদ্ধার হয়েছে ১২০০ লিটার বেআইনি মদ। বসিরহাট ন‍্যাওড়া দিঘী এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি গুলিভর্তি রিভলবার উদ্ধার হয়েছে। দুই মাদক পাচারকারীকে সোমবার বারাসত জেলা আদালতে তোলা হবে। বাকি ৩৩ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

%d bloggers like this: