মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দিল কালিতলা গ্রাম পঞ্চায়েত

2সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের কালিতলা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের ১৩টি বুথে প্রায় ৩০হাজার মানুষ বাস করে। একদিকে বাংলাদেশ অন‍্যদিকে সুন্দরবনের ঘন জঙ্গলের কুঁকড়ে খালি নদীর পাশে কালিতলা গ্রাম পঞ্চায়েত। করোনা ভাইরাসের মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। তার আবেদনে সাড়া দিয়ে গত একমাস ধরে এই অঞ্চলের প্রধান দীপ্তি মন্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ‍্যক্ষ তুষার মন্ডল ও এলাকার বিশিষ্ট সমাজসেবী শ‍্যামল মণ্ডলরা নিজেরাই উদ্যোগ নিয়ে মানুষের দরবারে গিয়ে হাত পেতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। পাশাপাশি কালিতলা গ্রাম পঞ্চায়েতেরই পারঘুমটি গ্রামের পার্শ্বশিক্ষক নমিতা মন্ডল মিস্ত্রি এক মাসের বেতন দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন। সব মিলিয়ে সুন্দরবনের মানুষের মানবিক মুখ দেখল গোটা রাজ্য। যেখানে সকালে ঘুম ভাঙলে জঙ্গলের বাঘের আওয়াজ, নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটে। খেটে খাওয়া মানুষের এইরকম মানবিক চিন্তাধারা করোনা মহামারীর দৃষ্টান্ত হয়ে থাকলো।

%d