পায়ে হেঁটে ৪ শ্রমিক ফিরলো সুন্দরবনে

5সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  ভিন রাজ‍্য থেকে সুন্দরবনে ফিরলো শ্রমিক। গত এক বছর আগে সন্দেশখালি ১নং ব্লকের রাজবাড়ী থেকে ৪জন শ্রমিক গিয়েছিল ঝাড়খন্ডে দিনমজুরের কাজ করতে। সেখানে লকডাউনের জেরে আটকে পড়ে। যার ফলে একদিকে খাবারের সংকট অন্যদিকে অর্থনৈতিক সমস্যা সব মিলিয়ে শ্রমিক ও শ্রমিক পরিবার চিন্তিত ছিল। অবশেষে প্রায় চারশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সুন্দরবনের ফিরলো ৪ শ্রমিক। পাশাপাশি গত ছয় মাস আগে নদীয়ার জেলার পলাশীতে ইঁটভাটার কাজে গিয়ে আটকে পড়ে ২৮ জন শ্রমিক। রাজ্য সরকারের উদ্যোগে এই শ্রমিককে ঘরে ফিরিয়ে আনলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। সোমবার সকালে সরকারি বাসে ২৮ জন শ্রমিক ফিরলো বাড়িতে। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। তারপর তাদের সুন্দরবনের কানমারীতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

%d bloggers like this: