ঈদে লকডাউন না উঠানোর প্রস্তাব পশ্চিমবঙ্গ ইমাম সংঘের

mosjidরুহুল আলম:  লকডাউন বাড়ানোর পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিলেন বাংলার মুসলিম ইমাম সম্প্রদায়। শনিবার মুসলিম ইমাম সম্প্রদায়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সহ মুসলিম ধর্মের বিভিন্ন সংগঠনকে এই চিঠি দেওয়া হয়। চিঠিতে উল্লেখ্য আছে, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ১৭ই মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউন রাখলেও পশ্চিমবঙ্গে তা ২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাদের দাবি, ২৫শে মে ঈদ উৎসব উপলক্ষে সরকার লকডাউন শিথিল করার কথা ভাবছে। তাই আমরা চাই এই করোনা পরিস্থিতিতে যাতে এই লকডাউন এত সহজে না তোলা হয়। এবং তার মেয়াদ ৩০শে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। আমাদের উৎসবের দরকার নেই। মানুষ আগে বাঁচুক পরে উৎসব।immams-letter

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading