প্রবীর বোস, হুগলি: অবশেষে মঙ্গলবার সকালে পৌছালো আজমীর থেকে বিশেষ ট্রেন। জানা গিয়েছে এই ট্রেনে প্রায় বারোশোর মত যাত্রীরা ছিলেন। ট্রেন ঢোকার পর একটি করে বগির থেকে যাত্রীদের নামিয়ে দূরত্ব বজায় রেখে তাদের কে নিয়ে আসা হয় ডানকুনি স্টেশনে সেখানে যাত্রীদের শারীরিক পরীক্ষা করার পর সরকারী বাসে করে বিভিন্ন জেলায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন যাত্রীদের প্রথমে ডানকুনি স্টেশনের চার নং প্লাটফর্মে ট্রেন ঢোকার পর দূরত্ব বজায় রেখে একটি একটি কামড়া থেকে নাবানো হয়। তার পরেই তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তার পরীক্ষা করা হয়।
আজ এখন ডানকুনির লোকো কারখানা থেকে বিশেষ বাসে হুগলি, হাওড়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, নদীয়া সহ বিভিন্ন জেলায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতারা ও কর্মীরা এবং বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকেরা।