এখানে স্বাস্থ্যকর্মীদের একটি প্রতিনিধিদল এসে তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি যেহেতু করোনার আতঙ্ক চলছে এই সময় যদি জ্বর, সর্দি-কাশি হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়; উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় সামাজিক দূরত্ব বজায় রাখুন, শরীর খারাপ হলে সত্ত্বর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন। আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করছি। সবমিলিয়ে করোনা যুদ্ধে যেভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জনপ্রতিনিধিরা প্রথম সারিতে লড়াই করছে, তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত করতে হবে।
সীমান্তে প্রতিবন্ধীদের জীবাণু মুক্তকরণ, স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ

Advertisements