প্রবীর বোস, হুগলি: রেশনের ১০ বস্তা চাল এক ব্যক্তির বাড়িতে মজুত করার সময় হাতেনাতে ধরল স্থানীয় মানুষ। গাড়িটিকে আটকে খবর দেওয়া হয় পুলিশকে। গাড়ির চালক,খালাসী,সহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালনগর পালপাড়া এলাকায়। জানা গেছে, তারকেশ্বরের এক রেশন ডিলারের রেশনের ১১০ বস্তা চাল সিঙ্গুরের গোডাউন থেকে নিয়ে যাবার সময় সিঙ্গুরের গোপালনগর গ্রামের রামচন্দ্র সাউয়ের বাড়িতে ১০ বস্তা চাল নামানো হয়। সেই সময় স্থানীয় মানুষেরা গাড়িটিকে আটকায়। যার বাড়িতে চাল নামানো হয়েছে তার অবশ্য দাবি, গাড়িটির ড্রাইভার পরিচিত। সে চাল নিয়ে যাবার সময় তার গাড়ির চাকায় হাওয়া বেশী ছিল না তাই আমার কাছে কয়েক বস্তা চাল নামিয়েছিল এই বলে যে আগামী কাল আবার সে চালের বস্তা গুলো নিয়ে চলে যাবে। পুরো বিষয়টা তদন্ত করে দেখছে সিঙ্গুর থানার পুলিশ।