রুহুল আলম, মালদা: করোনা ভাইরাস সংক্রমণে লাল সংকেত উত্তরবঙ্গে। পরিস্থিতি খারাপ হতেই রাতারাতি উত্তরের চার জেলা ‘রেড জোনে’ পরিণত হল। অরেঞ্জ জোন থেকে এক রাতে রেড জোন হয়ে গেল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদা। ৩০ এপ্রিল বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্যমন্ত্রকের সচিব প্রীতি সুদানের পাঠানো চিঠি থেকে এই তালিকা প্রকাশ হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে এই তালিকা শুক্রবার প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনিক মহলে। বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, মালদা এবং জলপাইগুড়ি জেলা ছিল অরেঞ্জ জোনে। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে৷ স্বাভাবিকভাবেই এই সব এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কেন্দ্রের তালিকায় দেখা যাচ্ছে, বাংলার রেড জোনে পড়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের ওই চার জেলা।