ডানকুনি আনন্দনিকেতনের প্রশংসনীয় উদ্যোগ

IMG-20200501-WA0041দেবদুলাল দাস, হুগলি: এই সময়ে সাধারণ মানুষের পাশে যে মানুষগুলি নিজেদের জীবন বিপন্ন করে জনগণের সেবায় নিয়োজিত করে রেখেছেন নিজেদের, যে মানুষগুলিকে আমরা আইনের রক্ষক হিসাবেই সবথেকে বেশি জানি, সেই পুলিশ আজ এই করোনা উদ্ভূত পরিস্থিতিতে যে ভাবে জনগণের পাশে, জনগণকে সচেতন করে করোনার বিরুদ্ধে দেশের এই সংগ্রামে নিজেদের ঘর পরিবার ছেড়ে পরিষেবা প্রদান করে চলেছেন তাদের জইন্য আমরা কতটা ভাবি? আসলে আমরা ভাবতেই পরী না পুলিশরাও আমাদের মত মানুষ, তাঁদের ও ঘর পরিবার রয়েছে। আমাদের মধ্যে কী তাঁদের জন্য সামান্যতম সহনাভূতি আমরা দেখাতে পারি না? বিশেষ করে এই টলমতল লক ডাউনের সময়ে। ঠিক এমনটাই ভেবে হুগলি জেলার ডানকুনির স্থানীয় ব্যক্তিত্ব সকলের কাছের মানুষ, এলাকার সকলের প্রিয় ডানকুনি পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দনিকেতন এগিয়ে এল ওই এলাকায় যে সকল পুলিশ নিজেদের নিয়োজিত রেখেছেন তাঁদের পাশে দাঁড়ালেন। এদিন ওই এলাকায় যে সকল পুলিশকর্মীরা জীবনপন করে ডিউটি করছেন তাঁদের হাতে সামান্য জল, মিষ্টি এবং চকলেট তুলে দিয়ে পাশে থাকার অঙ্গীকার করলেন আনন্দনিকেতনের সকল সদস্যরা।

এই প্রসঙ্গে দেবাশীষ বাবু জানালেন তাঁদের এই স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দনিকেতন সারা বছর ধরেই মানুষের পাশে থেকে নানা পরিষেবা দিয়ে থাকেন। এই লক ডাউন চলাকালীন তাঁরা প্রান্তিক মানুষদের হাতে যেমন খাবার তুলে দিচ্ছেন, তেমনি তাঁরা প্রয়োজনে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছেও দিচ্ছেন। দেবাশীষ বাবু বলেন এই বিপদের সময়ে প্রশংসনীয় কাজ করছেন হুগলি জেলা পুলিশ।

রোদ, জল ঝড় এবং সর্বোপরি করোনার বিপদ ভুলে ডানকুনি থানার পুলিশ বাহিনী ও এই থানার ট্রাফিক পুলিশেরা যেভাবে সাধারণ মঅনুসের সাধারণের জন্য নিজেদের কর্তব্যে অবিচল আছেন তাই তাঁদের কুর্নিশ জানিয়ে আনন্দনিকেতন এই সামান্য জল, মিষ্টি তুলে দিল সেই সকল সমাজের প্রকৃত বন্ধুদের হাতে। আনন্দনিকেতনের এই উদ্যোগে ডানকুনি থানার সকল পুলিশেরা আন্তরিক ধন্যবাদ জানান আনন্দনিকেতনের প্রতিটি সদস্য-সদস্যাদের।

advt-for-webadvt-2advt-309828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

%d bloggers like this: