কর্মতীর্থে কোয়ারেন্টাইন সেন্টারের প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ

bas7সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার শিমুলিয়া গ্রামের ঘটনা। কর্মতীর্থে কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা গ্রামবাসীদের। বিক্ষোভ ও প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। শুক্রবার দুপুরে কর্মতীর্থে করোনা সন্দেহে কয়েক জনকে সেন্টারে ঢুকাতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বাসিন্দাদের দাবি যে এখানকার স্থানীয় বাসিন্দারা যদি করোনা আক্রান্ত হয় তাদেরকে রাখা হোক। বাইরে থেকে কোন রোগীকে এই সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ও হাসনাবাদের বিডিও অরিন্দম মুখোপাধ্যায় গিয়ে গ্রামবাসীদের বোঝান। এটা করোনা হাসপাতাল নয়। এখানে কোয়ারেন্টাইন করার জন্য রোগীকে রাখা হবে। কিন্তু গ্রামবাসীরা প্রথমে শুনতে নারাজ। পরে তাদের সঙ্গে বৈঠক করার পর গ্রামবাসী, পুলিশ ও বিডিও একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছান। যে এই এলাকার কোনো আক্রান্ত রোগী হলে তাদের রাখতে অসুবিধা নেই এই সেন্টারে। কিন্তু বহিরাগত রোগীকে আমরা এখানে ঢুকতে দেবো না। প্রশাসনের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ উঠে যায়।

%d bloggers like this: