হরিপালে রমজানের সামগ্রী প্রদান করলেন বিধায়ক

haripal3প্রবীর বোস, হুগলি: আজ হরিপাল জেলা পুলিশের উদ্যোগে লোকমঞ্চে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৪০ জন ইমাম সাহেবদের নিয়ে এলাকা সচেতনতা ও রোজার খাদ্য সামগ্রী সরবরাহের জন্য বিশেষ সভা আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক মাননীয় শ্রী বেচারাম মান্না, ডিএমপি হেড কোয়ার্টার অরিন্দম দাস, সিআই বরুণ দাস, বিডিও তপন হালদার, ওসি নজরুল ইসলাম সহ প্রধান ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। যেহেতু এখন রমজান মাস চলছে তাই হুগলির হরিপালের বিধায়ক বেচারাম মান্না ওসি নজরুল ইসলাম কে সঙ্গে নিয়ে হরিপালের কয়েক হাজার মানুষের হাতে রমজানের জন্য সামগ্রী প্রদান করলেন। এদিন সকালে এখানে পুলিশের পক্ষ থেকে এক বিশেষ বৈঠক হয়, উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার্স ও সিআই হরিপাল।

%d bloggers like this: