মানবিক বিধায়ক বেচারাম মান্না

becharam-manna-2প্রবীর বোস, হুগলি: মানবিক বিধায়ক বেচারাম মান্না। আজ এনাৎপুরের বাসিন্দা সমীর মালিক এবং নালীকুলের হড়া, দক্ষিণ পাড়ার বাসুদেব দে’র পরিবারের হাতে ৪০০০ টাকা চিকিৎসার জন্য সাহায্য করলেন। এছাড়াও তিনি আজ লকডাউন অবস্থায় যাতে চাষীদের কাঁচামাল বাজার জাত করা যায় তারজন্য নালীকুল এলাকার চাষীদের নিয়ে এক সহায়তা সভার আয়োজনও করেন।

%d bloggers like this: