প্রবীর বোস, হুগলি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব পথ অবলম্বন করলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে না, ভিন রাজ্যে আটকে পরা শ্রমিকদের কথা ভাবছে না। উল্টে কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজ্যকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। এই সমস্ত অভিযোগ নিয়ে সোমবার বিধায়ক বেচারাম মান্না মাথা ন্যাড়া করে মাঠে বসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিকী প্রতিবাদ জানালেন।