প্রবীর বোস, হুগলি: করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। দেশজুড়ে চলছে লক ডাউন। কিন্তু সোমবার থেকে চালু হলো ডানকুনি টোল প্লাজার কাজ। প্রায় ৩০০ কর্মী থাকলেও এই মুহূর্তে ১৫০ জন কর্মী নিয়ে চলছে কাজ। এদিন টোল কর্মীরা জানান এই মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। হাওড়া ও কলকাতা থেকে অনেক গাড়ি এই টোল প্লাজা দিয়ে যাতায়াত করছে। গাড়িগুলি থেকে টাকা নিতেও হচ্ছে টোল কর্মীদের তাই তারা আতঙ্কে রয়েছেন। টোল কর্মীরা আরো বলেন হাওড়া ও কলকাতা রেড জোনে রয়েছে সেখান থেকে এই টোল খুব কাছেই এবং এখান দিয়ে হাওড়া কলকাতার বহু গাড়ি যাতায়াত করছে।
তাই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে টোল কর্মীদের।