মধ্যবিত্তদের রান্নাকরা খাবার দিলেন অমিয় দাস

qwewqeqeqeসঞ্জয় মুখোপাধ্যায়, মহেশতলা: মহেশতলা পৌরসভার ১২ নং ওয়ার্ডের অন্তর্গত কুলতলা বাজার এর অগ্রগামী পল্লী’র বেসরকারী সংস্থায় কাজ করা সমাজসেবায় নিয়োজিত প্রাণ অমিয় কান্তি দাশকে আবারও দেখা গেল মধ্যবিত্তদের পাশে দাঁড়াতে লক ডাউন চলাকালীন। এবার তিনি তাঁর এলাকার প্রায় ৫০০টি পরিবারকে গতকাল রাতে রান্না করে লুচি তরকারি তুলে দিলেন। এ প্রসঙ্গে অমিয়বাবু জানান, গরীব প্রান্তিক মানুষদের জন্য সবাই ভাবছে কিন্তু সাধারণ মধ্যবিত্ত সমাজের কথা কেউ ভাবছেন না। তাই তিনি এই সময়ে তাঁদের কথা চিন্তা করেই এই রান্না করা খাবার তাঁর এলাকার মধ্যবিত্ত পরিবার গুলির হাতে তুলে দিলেন। তিনি আরও বলে যতদিন পর্যন্ত না লকডাউন শেষ হবে ততদিন পর্যন্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং মানুষকে  এইভাবে সাহায্য করবো।

%d bloggers like this: