অনিমেষ মল্লিক, হুগলি: গোটা বিশ্ব এখন মহামারীর কবলে, কেন্দ্রীয় সরকার তথা রাজ্যে সরকার প্রানপনে চেষ্টা চালাচ্ছে এই মহামারী রোধ করার জন্য। সম্প্রতি করোনা মোকাবিলায় দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ কোয়ারেন্টাইন সেন্টার হুগলী জেলার হিন্দমোটরে পরিদর্শন করলেন জেলার শীর্ষ কর্তা-ব্যাক্তিরা। করোনা ভাইরাসের থাবা যখন লাফাতে লাফাতে বেড়েই চলেছে তখন রাজ্যে সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি হুগলী জেলার হিন্দমোটরে একটি বেসরকারি ফ্যাক্টরির ভিতরে অন্তত ৩০০ মানুষের শয্যা বিশিষ্ট সেন্টার গঠন করা হয়েছে।
সম্প্রতি এই সেন্টার পরিদর্শন করে যান হুগলীর জেলা শাসক, হুগলী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, এস.ডি.ও, সিওএমএইচ, উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান ও জেলার শীর্ষ আধিকারিকরা। জেলাশাসক জানান এই কোয়ারেন্টাইন সেন্টার শুধু হুগলি জেলারই নয়, সমগ্র দক্ষিণবঙ্গের সবথেকে বড় কোয়ারেন্টাইন সেন্টার।