করোনা আবহে করিমপুর

8d6df679-3757-4497-a05f-bd40d10189b4আশীষ প্রামানিক, করিমপুর, নদীয়া: করিমপুর বিধানসভার অন্তর্গত করিমপুর থানারপাড়া থানার ওসি সুমিত ঘোষ মহাশয় সম্প্রতি গড়ভাংগা ফুলিয়া দাসপাড়া এলাকার ২০০টি পরিবারের হাতে দুপুরের খাবার তুলে দিলেন। লক ডাউনে চলা অসহায় অবস্থায় পুলিশ কর্তার এই কাজকে কুর্নিশ জানাচ্ছে স্থানীয় মানুষ। প্রতিটা দিন পুলিশ নিয়োজিত আজ মানুষের সেবায়। আবারও পুলিশের মানবিক মুখ, করিমপুর বিধানসভা চারটে থানায় বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এভাবেই মানুষের পাশে মানুষের সাথে আছেন। এদিন থানাপাড়া থানায় খাবারের সাথে সাথে মানুষের শারীরিক পরীক্ষাও করা হয় যা এককথায় অনবদ্য।

করিমপুর বিধানসভার অন্তর্গত নদীয়া করিমপুর ১ ব্লক এর আইসিডিএস প্রকল্পের সমস্ত অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা মিলে বিডিও ১  এর সহযোগিতায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৯৪ হাজার টাকা দান করলেন। করিমপুর এক নম্বর ব্লকের স্থানীয় ৫২১ জন অঙ্গনওয়ারী কর্মীরা নিজে থেকে টাকা তুলে এই সময়ে রাজ্য সরকারের পাশে থাকতেই এই টাকা দান করলেন এবং এটা করতে পেরে ওনারা গর্ব বোধ করছেন বলেও জানান।

%d bloggers like this: