লক ডাউনে পাঁচ দিনব্যাপী মধ্যাহ্নভোজনের আয়োজন

7d818d41-7431-44e3-a91f-69d438467025রুহুল আলম, মালদা: সারা দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে শুক্রবার গরীব দুস্থ পরিবার এবং ওই এলাকায় আটকে থাকা বহিরাগত ব্যক্তিদের জন্য পাঁচ দিনব্যাপী মধ্যাহ্নভোজনের আয়োজন করলো পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকার সমাজসেবী বিশ্বজিৎ হালদার। আজ তার প্রথম দিন। এদিন তিনি প্রায় দুই হাজার মানুষের জন্য ৫ টি স্টলের দ্বারা সামাজিক দূরত্ব বজায় রেখে ভাত, ডাল, সব্জি রান্না করে বিতরণ করেন। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা। স্থানীয় বাসিন্দারা জানান, লকডাউনের শুরু থেকেই ওই এলাকায় বিশ্বজিৎবাবু প্রত্যেক মানুষকেই বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এমন কি তিনি আজ থেকে পাঁচ দিনব্যাপী মধ্যাহ্নভোজনের আয়োজন করেছেন। এতে অনাহারে থাকা বহু মানুষের পেট ভরে খাবার মিলছে। অন্যদিকে বিশ্বজিৎবাবু জানান, পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রকোপে লক ডাউনের যে পরিস্থিতিতে মানুষের খুব খারাপ অবস্থা। এলাকার গরিব পরিবার এবং একটি সংস্থায় কাজ করা বহিরাগত কিছু ছেলে এখানে বসবাস করে। খুব অনাহারে দিন যায় তাদের। তাই তিনি আজ তাদের সকলের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিলেন। এমনকি এভাবেই আহারের ব্যবস্থা আগামী ২১ তারিখ পর্যন্ত চলবে বলেও তিনি জানান।

%d bloggers like this: