নিজস্ব সংবাদদাতা, হুগলি: করোনার করল গ্রাস থেকে মানুষকে বাঁচাতে সদা তত্পর আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। কোন সময় গান গেয়ে আবার কোনও সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বের নিশানা এঁকে, আবার প্রয়োজনে কিছুটা হলেই কঠোর হয়ে অচেতন জনগণকে সচেতন করে তুলতে আজ বদ্ধপরিকর আমাদের জেলা তথা সারা রাজ্যের পুলিশমহল। হুগলি জেলার মিনি ভারত হিসাবে খ্যাত রিষড়ায় রিষড়া থানার পক্ষ থেকে এই এলাকার সাধারণ মানুষদের সচেতন করে করোনা মুক্ত শহর গড়ে তুলতে যথেষ্ট তত্পর রিষড়া থানা।
রিষড়া থানার পক্ষ থেকে রিষড়ার অধিকাংশ ব্যাংক গুলির সামনে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়ানোর জন্য সঠিক দূরত্ব অনুযায়ী দাগ কেটে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকিং পরিষেবা নিতে সাধারনের উদ্দেশ্যে আবেদন রাখলেন রিষড়া থানার আধিকারিকবৃন্দ।