শুভদীপ দে,বৈদ্যবাটি: লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাদের সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বৈদ্যবাটির বিশিষ্ট সমাজ সেবক পীযূষ প্রসাদ। দেশের এই সংকটকালে কোন মানুষই যাতে অভুক্ত না থাকে, সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার ৫০০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পীযূষ প্রাসাদ। বৈদ্যবাটি পৌরসভা এবং চাঁপদানী পৌরসভা এলাকার ৫০০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এই উপলক্ষে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্টজনেরা। দুই পৌরসভার বিভিন্ন এলাকার মানুষের হাতে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সরষের তেল, পিয়াজ তুলে দেওয়া হয় এদিন। অসহায় এই মানুষগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার আগে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাত স্যানিটাইজার দিয়ে ধোয়ার ব্যবস্থা করা হয়। তারপর একে একে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এইভাবে বৈদ্যবাটি ফাউন্ড্রি মাঠে সকাল থেকে সারাদিন ব্যাপী জন্মদিন পালন করলেন পীযূষ প্রসাদ।