সঞ্জয় মুখোপাধ্যায়, মহেশতলা: করোনা প্রতিরোধে আমরা আজ সকলে মিলে এক হয়ে লড়াই করছি। এই লড়াইয়ের অন্যতম হাতিয়ার হিসাবে দেশ জুড়ে শুরু হয়েছে লক ডাউন। আর এই লক ডাউনে যে পরিবারগুলি বিশেষ অসুবিধায় পড়েছে তাঁদের পাশে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসছে নানা সংগঠন ও নানা সরকারী ও বেসরকারি সংস্থা। তবে সম্পূর্ণই নিজস্ব উদ্যোগে নিজের খরচায় কোনও রকম চিন্তা ভাবনা না করেই দিন আনা মানুষগুলির পাশে দাঁড়াতে দেখা গেল মহেশতলা পৌরসভার ১২ নং ওয়ার্ডের অন্তর্গত কুলতলা বাজার এর অগ্রগামী পল্লী’র বেসরকারী সংস্থায় কাজ করা সমাজসেবায় নিয়োজিত প্রাণ অমিয় কান্তি দাশকে। তিনি সম্পূর্ণই নিজের খরচায় তাঁর এলাকার দিন মজুর পরিবারগুলির হাতে সামান্য পরিমাণে খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন এই লক ডাউন চলাকালীন।
অমিয় বাবু জানলেন তিনি ইতিমধ্যেই যথাক্রমে ৫০টি ও ৭০টি দুঃস্থ পরিবারের হাতে চাল, আলু, ময়দা, পেঁয়াজ ইত্যাদি তুলে দিয়েছিলেন তিনি। আজ আবারও অমিয় বাবু ৭০টি দিন আনা দিন খাওয়া প্রতিটি পরিবারের হাতে ৩ কিলো চাল, ১ কিলো আলু, ১ কিলো পেঁয়াজ ও ১ কিলো ময়দা তুলে দিলেন। এছাড়াও অমিয় বাবু জানাচ্ছিলেন এই লক ডাউনের সময় সাধারণ মানুষের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রয়োজনে নিজের গাড়ি করে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সম্পুর্ন স্ব-ইচ্ছায়। এই সকল কাজে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় সকল মানুষেরা।