করিমপুর থানার উদ্যোগে রক্তদানে

cfa18dd9-e56d-403e-8a14-38446761369cআশীষ প্রামানিক, করিমপুর, নদীয়া: করোনা আবহে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল করিমপুর থানার উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল। উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন তেহট্ট সাব ডিভিশনের এসডিও অনীশ দাসগুপ্ত, ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক অনুপম চক্রবর্তী করিমপুর থানা আধিকারিক  পার্থ প্রতিম রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সময়ে এই ধরনের মানবিক প্রয়াসে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

%d bloggers like this: