এবার কোন্নগরে করোনা আক্রান্তের হদিস

65434d99-5169-46f8-8e83-140ef466a79fপ্রবীর বোস, হুগলি: কোন্নগর ১২ নম্বর ওয়ার্ডে স্বপ্ননির আবাসনে এক ডাক্তারের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে রবিবার। সেই খবর জানতে পাড়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলো কোন্নগর পুরসভা। সোমবার সকাল থেকেই আবাসনের প্রত্যেকটি ঘর, লিফ্ট, গ্যারেজ সানিটাইজ করার কাজ শুরু করে কোন্নগর পুরসভা। এদিন পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন এই আবাসনের দিকে তাদের বিশেষ নজর থাকবে।এবং আবাসিকদের ১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয়েছে। আবাসিকরা জানান ডাক্তারের গতকালকেও তার ফ্লাটেই ছিলেন।

%d bloggers like this: