প্রবীর বোস, হুগলি: করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা। শনিবার মানুষদের মধ্যে চাল, আলু, হলুদ, নুন এর সাথে বাড়ির বাচ্ছাদের জন্য চাউমিন দিলো কানাইপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা।
এদিন যে সমস্ত মানুষ খাদ্যসামগ্রী নিতে আসেন তাদের নিজের হাতে মাস্ক পরিয়ে দেন ব্যবসায়ী সমিতির সভাপতি পিন্টু চক্রবর্তী। লক ডাউন চলাকালীন প্রত্যেকদিন তারা এই ত্রান দেবেন বলে জানান পিন্টু বাবু।