রেশন ডিলারের মানবিক মুখ

15আশীষ প্রামানিক নদীয়ার করিমপুরের এক রেশন ডিলার এই সময়ে করোনার সঙ্গে লড়াইতে সামিল হয়ে রাজ্য ষকরের পাশে দাঁড়ালেন। সুপ্রিয় বিশ্বাস নামক ওই রেশন ডিলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১০০০ টাকা প্রদান করলেন।

%d bloggers like this: