প্রবীর বোস, হুগলি: হুগলির অদিসপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় ও চুচূড়া-মগড়া ব্লকের ছোট খেজুরিয়ার বেশকিছু অন্তঃসত্বা মহিলার স্বামীদের এই সময়ে চলা লক ডাউনের জন্য কাজ কর্ম বন্ধ হয়ে গিয়েছে। এই অন্তঃসত্বা মহিলাদের পুষ্টি যোগান দেওয়ার মত ক্ষমতা তাঁদের স্বামীদের নেই। তাই চুচূড়া-মগড়া ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবব্রত বিশ্বাস বাড়ীতে বাড়ীতে গিয়ে সেই অন্তঃসত্বা মহিলাদের পুষ্টি যোগান দেওয়ার জন্য ফল, ওষুধ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন।