প্রধানমন্ত্রী কারোর কথা শোনেন না, এখন বিপদে পড়ে ডাকছেন-কল্যাণ বন্দ্যোপাধ্যায়

25নিজস্ব সংবাদদাতা, হুগলি: নরেন্দ্র মোদি কারোর কথা শোনেন না,উনি নিজের তালে, নিজের চালে চলেন।  আমরা যখন ওনাকে সর্বদলীয় বৈঠক করতে বলেছিলাম তখন উনি করেন নি, এখন বিপদে পড়েছেন তাই স্টেজে মেকআপ দেয়ার চেষ্টা করছেন সর্ব দলীয় বৈঠকের নামে আসলে উনি একজন ভালো ইভেন্ট ম্যানেজার কিন্তু ওনার ব্যর্থতাগুলো ভাষণের মধ্যে ঢেকে রাখেন তিনি। আজ হুগলির শ্রীরামপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের করণ প্রতিরোধে বিশেষ পোশাক বিলি করতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। কল্যাণ বাবু আরও বলেন  আজ আর ভাষণ দিয়ে ব্যর্থতা ঢেকে রাখার জায়গা নেই।

পাশাপাশি তিনি দাবী করেন অবিলম্বে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে কত টাকা ঢুকছে আর কোন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে।

advt-for-web

advt-2

advt-3

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: