নিজস্ব সংবাদদাতা, হুগলি: নরেন্দ্র মোদি কারোর কথা শোনেন না,উনি নিজের তালে, নিজের চালে চলেন। আমরা যখন ওনাকে সর্বদলীয় বৈঠক করতে বলেছিলাম তখন উনি করেন নি, এখন বিপদে পড়েছেন তাই স্টেজে মেকআপ দেয়ার চেষ্টা করছেন সর্ব দলীয় বৈঠকের নামে আসলে উনি একজন ভালো ইভেন্ট ম্যানেজার কিন্তু ওনার ব্যর্থতাগুলো ভাষণের মধ্যে ঢেকে রাখেন তিনি। আজ হুগলির শ্রীরামপুরে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের করণ প্রতিরোধে বিশেষ পোশাক বিলি করতে গিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। কল্যাণ বাবু আরও বলেন আজ আর ভাষণ দিয়ে ব্যর্থতা ঢেকে রাখার জায়গা নেই।
পাশাপাশি তিনি দাবী করেন অবিলম্বে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে কত টাকা ঢুকছে আর কোন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে।