করোনা সম্পর্কে সচেতন করে তুলছে গোঘাট ১নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস

12নিজস্ব সংবাদদাতা, গোঘাট, হুগলি: গোঘাট ১নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোঘাট সানবাদী বাজারে পথ চলতি মানুষদের ও ওই  এলাকায় দোকানে খাদ্য সামগ্রী কিনতে আসা ও ব্যাঙ্কে টাকা তুলতে আসা এবং এলাকার কোয়াক ডাক্তারের কাছে শারীরিক অসুস্থতা নিয়ে আসা মানুষদের দূরত্ব বজায় রেখে চলতে সচেতন করে তোলেন যুব তৃণমূল কংগ্রেস নেতা হাসান মন্ডলের উদ্যোগে ও ১নং ব্লক যুব তৃণমূল নেতা জাহাঙ্গীর বাদশার আন্তরিক প্রচেষ্টায়। লকডাউনে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরানোর অনুরোধও করেন তাঁরা। এছাড়াও সতর্কতা হিসাহে বেশ কিছু মাস্ক তাঁরা সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করেন।

advt-for-webadvt-2advt-309828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

%d bloggers like this: