২২ লক্ষ টাকা অনুদান জমা করলেন রানাঘাট কলেজের অধ্যক্ষ

d31e4801-1b2e-43cc-9efb-a5047dfe6d58নিজস্ব সংবাদদাতা, রানাঘাট, নদীয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নদীয়া জেলার রানাঘাট কলেজ কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে গড়ে ওঠা পশ্চিমবঙ্গ জরুরী ত্রাণ তহবিলে এককালীন ২২ লক্ষ টাকা অনুদান দিলেন। কলেজের অধ্যক্ষ ড. অরূপ মাইতি এবং পরিচালন সমিতির প্রেসিডেন্ট ড. জ্যোতিপ্রকাশ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের নিজস্ব উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ এবং শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধু, অতিথি শিক্ষকরা এবং নৈমিত্তিক কর্মীদের পক্ষ থেকে ২ লক্ষ,  সর্ব মোট ২২ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ  জরুরী ত্রাণ তহবিলে অনুদান জমা করেন কলেজের অধ্যক্ষ ড. অরূপ মাইতি।  এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. মাইতি জানিয়েছেন লকআউট চলাকালীন অর্থ সংগ্রহ এবং তা পাঠানোর ক্ষেত্রে অনেক সমস্যার মাঝেও সম্মিলিত ভাবে এই কাজ বাস্তবায়ন করেতে পেরেছেন। রানাঘাট কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীসহ ছাত্র-ছাত্রীরা এই কঠিন পরিস্থিতিতে তাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও সমাজ ও সরকারের এই মহতী উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অফিস কোর্ডিনেটর ফারুক আহমেদ জানান, সামাজিক মাধ্যম মারফৎ রানাঘাট কলেজের এই মহৎ উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই কলেজের ছাত্রছাত্রী ও সমগ্র নদীয়া জেলাবাসী স্বাগত জানিয়েছেন। এই দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হয়ে এই মহৎ উদ্যোগে অন্য প্রতিষ্ঠান গুলিও এগিয়ে আসুক।

advt-2advt-for-webadvt-31efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: