স্যানিটাইজার এবং মাস্ক তুলে দিলেন খাদ্যমন্ত্রী

sssssপ্রবীর বোস: করোনা সত্বেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গণবন্টন ব্যবস্থাকে আক্ষুন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের মধ্যে রাইস মিল ও ফ্লাওয়ার মিলের শ্রমিকেরা এবং রেশন দোকানের কর্মচারীরা। গত বুধবার খাদ্যশ্রী ভবনে মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর কৃষি উপদেষ্টা ডাঃ প্রদীপ মজুমদারের হাত দিয়ে  রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ্ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, রাইস মিল অ্যাসোশিয়েসনের জনাব আব্দুল মালেক এবং ফ্লাওয়ার মিল অ্যাসোশিয়েসনের জনাব বাকিবুর রহমানের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়।

advt-3advt-2advt-for-web09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

%d bloggers like this: