লক ডাউন মানতে পুলিশের অভিনব উদ্যোগ

261671ca-1e77-4485-a857-20941bd2e2fcআশীষ প্রামানিক, করিমপুর, নদীয়া: সারা দেশে লক ডাউন চলাকালীন সাধারণ মানুষরা যেন কোনও ভাবেই লক ডাউন অমান্য না করেন তার জন্য সরকার থেকে শুরু করে মিডিয়া, পুলিশ সকলেই সদা আবেদন রেখে চলেছেন। এবার লক ডাউন মানতে সাধারণের জন্য এক অভিনব পন্থা নিলেন নদীয়া জেলার করিমপুর থানার ওসি পার্থ প্রতীম রায়ের নেতৃত্বে। করিমপুর থানার পুলিশেরা তাঁদের ওসির নির্দেশে করিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ছবি এঁকে ও করোনা ভাইরাসের ভয়াবহতার কথা রাস্তায় লিখে সচেতন করার চেষ্টা করলেন যা এক কোথায় অনবদ্য।

981f9bc7-bea6-44bc-8505-00fe437c614f

advt-3advt-2advt-for-web1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: