নসিবপুরে ও নান্দা বাজারে সময়ের পরেও খোলা মিষ্টির দোকান

eeeeeeeeপ্রবীর বোস, হুগলি: পশ্চিমবঙ্গ সরকার যখন মিষ্টি দোকান খোলা ও বন্ধ করবার সময় সীমা বেঁধে দিয়েছেন,  ঠিক এই সময় হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুরে ও নান্দা বাজারে গিয়ে দেখা গেল অন্য চিত্র। বারোটা থেকে বিকাল চারটের পরেও রাত পর্যন্ত মিষ্টির দোকান গুলো খুলতেই রাখা হয়েছে। অদূরে সিঙ্গুর থানার পুলিশ টহলদারি থাকলেও তাদের বুড়ো আঙুল দেখিয়ে মিষ্টির দোকানের মালিকের এই মিষ্টির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি ক্রেতারা তাদের দূরত্ব বজায় রাখতে চাইছেন না। সিঙ্গুর থানার পুলিশ গিয়ে বন্ধ করে দিলেও তার কিছুক্ষণ পর আবার মিষ্টির দোকান গুলো খুলে যাচ্ছে। এক পুলিশ আধিকারিক জানান।আমার সাধারণভাবে মানুষ কে বোঝাবার চেষ্টা করি। তাতে কোন কাজের কাজ হচ্ছে না, ফলে আমাদের কর্মীরা লাঠি উচিয়ে তেরে যেতেই  হচ্ছে।

advt-3advt-2advt-for-web09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

%d