শুভদীপ দে, কোন্নগর, হুগলি: কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হলো কোন্নগর নবগ্রামে। এই মুহূর্তে করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। এবার সেই পথে হেঁটে কোন্নগর নবগ্রাম গোলক মুন্সি হাসপাতালকে নিজেদের দায়িত্বে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করল নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। উপপ্রধান গৌড় মজুমদার এবং শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী দীপ্তি ভট্টাচার্য্য বলেন যারা বিদেশ বা ভিন্ন রাজ্য থেকে এসেছেন বা করোনা সন্দেহের তালিকায় আছেন তাদের এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। গৌড়বাবু আরও বলেন আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পঞ্চায়েতের এই উদ্যোগ নিয়েছে। এখানে ৫০ টি বেডের জায়গা থাকলেও এই মুহূর্তে ৩০ টি বেড রাখা হয়েছে। তবে মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।