নিজস্ব সংবাদদাতা, হুগলি: চারিদিকে চলছে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে লক ডাউন। আর এই লক ডাউনের সময়ে সাধারণের পাশে যেমন রয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার, তেমনি সাধারণ বিশেষ করে গরীব ও প্রান্তিক মানুষদের পাশে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন। এমনই এক সংগঠন ডানকুনি হাউজিং এস্টেট এর আনন্দ নিকেতন। এই আনন্দ নিকেতনের উদ্যোগে লক ডাউন চলাকালীন ডানকুনির বেশ কিছু মানুষজনের হাতে চাল ও আলু তুলে দেওয়া হচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন ডানকুনি এলাকার সকলের কাছের মানুষ আনন্দ নিকেতনের সভাপতি ডানকুনি পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়।