আশীষ প্রামানিক, নদীয়া : নদীয়া জেলার করিমপুর ২নং ব্লকের অন্তর্গত বরবাকপুরে গতকাল এক বিধ্বংসী অগ্নিকান্ডে প্রায় ৬টি বাড়ি পুড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে করিমপুর ২ নং বলকের মাননীয় ব্লক ডেভোলপমেন্ট আধিকারিক সত্যজিত্ কুমার ও করিমপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আজিজুর রহমান মল্লিক দুর্ঘটনা গ্রস্ত পরিবারগুলির হাতে চাল, তিরপল ইত্যাদি ত্রাণ সামগ্রী তুলে দেন।