নিজস্ব সংবাদদাতা, শেওড়াফুলি, হুগলি: হুগলি জেলার শেওড়াফুলির যৌনকর্মীদের এলাকাহিসাবে খ্যাত শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকা গড়বাগান, এই গড়বাগানের যৌনকর্মীর সন্তান রুপান্তরকামী সমাজসেবী ও লোক আদালতের বিচারক হিসাবে অবতীর্ণ হওয়া সিন্টু বাগুই ও তাঁদের সমাজসেবী সংগঠন কলকাতা আনন্দম শেওড়াফুলির বেশ কিছু বৃদ্ধা যৌনকর্মী ও এখনকার কিছু রুপান্তরকামীদের মাস্ক পরিয়ে ও তাদের হাতে বর্তমানের লক ডাউনে এক সপ্তাহের জন্য চাল, ডাল, আটা, সয়াবিন, বিস্কুট, সাবান, শ্যাম্পু তুলে দিলেন। এই বিষয়ে সিন্টু বাগুই জানান, তাঁদের এই সংগঠন এই সময়ে এই সকল বৃদ্ধা যৌনকর্মীদের অসহায় অবস্থায়ের কথা মাথায় রেখেই তাঁর যতটা সম্ভব এক সপ্তাহের জন্য এই খাবারের সরঞ্জাম তুলে দিলেন। তিনি বলেন তাঁদের ইচ্ছা রয়েছে যে কদিন এই লক ডাউন চলবে তাঁর মধ্যে আবারও তাঁর এই সকল মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে সচেষ্ট হবেন।
প্রসঙ্গত, কলকাতা আনন্দমের পক্ষ থেকে এদিন কলকাতার ফুটপাতবাসী বেশ কিছু রুপান্তরকামী মানুষদের হতেও এক সপ্তাহের খাবারের সরঞ্জাম তুলে দেওয়া হয়।