প্রবীর বোস, হুগলি: হুগলি জেলার বৈদবাটীর মাটিপাড়া এলাকার একটি পুকুরে দুধের চাহিদার অভাব ও দুধ বিক্রি না হওয়ায় ওই এলাকার বেশকিছু দুধ ব্যবসায়ীরা কয়েক হাজার লিটার দুধ স্থানীয় একটি পুকুরের জলে ফেলে দিলেন। ওই এলাকায় রয়েছে বেশ কয়েক জনের গরু ও মোষের খাটাল। প্রতিদিন সকালে এই দুধের ব্যবসায়ীরা বৈদবাটী থেকে চন্দননগর, ভদ্রেশর, রিষড়া, শ্রীরামপুর ও কলকাতায় ট্রেনে করে বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানে দুধ সরবরাহ করে থাকতেন। কিন্তু ট্রেন ও মিষ্টির দোকানগুলো দীর্ঘ দিন ধরে বন্ধ। তাই তাদের দুধের চাহিদার অভাব দেখা দিয়েছে। এই কারনেই বৈদবাটীর এলাকার দুধ ব্যবসায়ীয়েরা এদিন কয়েক হাজার লিটার দুধ স্থানীয় একটি পুকুরে ফেলে দিলেন। তবে এই দুধ পুকুরে ফেলে দেওয়ার বিষয়ে বেশকিছু বেসরকারি দুগ্ধ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুধ পুকুরে ফেলে দেওয়া আগে যদি ওই ব্যবসায়ীরা তাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করতেন তাহলে তাঁরাও এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা করতে পারতেন।