অনিমেষ মল্লিক, হুগলী: করোনার প্রভাবে যে লক ডাউন চলছে তাতে বিপাকে পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষজনেরা। যদিও রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য, যাতে এই সম্প্রদায়ের মানুষদের কোনো রকম অসুবিধা না হয়। রিষড়ার পশ্চিম পাড়ের রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে রিষড়া রেল স্টেশন সংলগ্ন এলাকার কিছু দুঃস্থ মানুষজন কে ও রিষড়া রেল স্টেশন এর প্ল্যাটফর্মের বেশ কিছু গরিব দুঃস্থ অভুক্ত মানুষ কে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে শুভাশিস দে আমাদের জানান আগামী যত দিন এই লক ডাউন চলবে সেই কটি দিনও তারা এই সমস্ত মানুষদের দুবেলা তাদের খাদ্য সামগ্রী তুলে দেবেন।
অপর দিকে রিষড়ার পূর্ব পাড়ের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপশংকর দত্ত ও রৌনক যাদব তাঁদের যৌথ প্রচেষ্টায় তাদের ওয়ার্ডের সাধারণ মানুষদের মাস্ক ও হ্যান্ড ওয়াশ তুলে দিয়ে তাদের সচেতন করেন করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য।