প্রবীর বোস,হুগলি: লক ডাউন মানছেন না ইট ভাটার মালিকেরা। করোনা ভাইরাস মোকাবিলায় সারা ভারতে লক ডাউনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক এই সময় হুগলি জেলার পোলবা, সিঙ্গুর, চন্দননগর ও ভদ্রেশর থানার এলাকায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শ্রমিকদের দিয়ে ইঁট ভাটার মালিকেরা কাজ করিয়ে নিচ্ছেন।
কাজের সময় হচ্ছে শ্রমিকদের জমায়েতও। তবে এই বিষয় কিছু বলতে চায়নি ইটভাটার মালিকরা। ক্যামেরা দেখে অনেককে লুকিয়ে পড়তেও দেখা যায়।