শুভদীপ দে, হুগলি: একাধারে যখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইন ভাঙার ঘটনা। বুধবার তেমনি চিত্র দেখা গেল হুগলির ডানকুনিতে। জাতীয় সড়কের উপরে বিনা কারণে বহু যুবককে মোটরবাইক নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিস্বরূপ কান ধরে উঠবস করানো হয়। পুলিশের বক্তব্য বারবার বলা ও সতর্ক করা সত্ত্বেও যখন মানুষজন নিষেধ মানছেন না এবার প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যাবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।