এস.দাস: পশ্চিমবঙ্গের বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থানা অভিযান কর্মসূচি পালন করে চলেছে, এই কর্মসূচির প্রধান অঙ্গ হিসাবে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন থানার ওসি সহ অন্যান্য অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সদস্যরা। তারা বর্তমানে সমাজে অসহায় পুরুষদের উপর হওয়া অত্যাচার, মিথ্যে মামলায় ফাঁসানো সহ নানান ঘটনার তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন ও এই বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যরিটেবল ট্রাস্টের পত্রিকা পুরুষকথা সদস্যরা সংশ্লিষ্ট থানাগুলির আধিকারিকদের হাতে তুলে দেন।
সংগঠনের চেয়ারম্যান গৌরব রায় বলেন, বর্তমানে মিথ্যে মামলায় পুরুষদের় ফাঁসানোর প্রবনতা বৃদ্ধি পাচ্ছে, পুলিশ যেন এক্ষেত্রে পুরুষদের প্রতিও সহানুভূতিশীল ও মানবিক ব্যবহার করে। সংগঠনের মুখপাত্র দিপান্বিতা দাসের বক্তব্য এই ধরনের কর্মসূচি আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও চলতে থাকবে।