নিজস্ব সংবাদদাতা: ১৫ই মার্চ পানিহাটি স্পোর্টিং এর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল পিবিসিএল এর শেষ টুর্নামেন্ট। আয়োজক দল পিচ বার্নার্স ও ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি’র মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আয়োজক দল পিচ বার্নার্স ৪ উইকেটে পরাজিত করে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি দলকে। ফাইনালে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পিচ বার্নার্স। ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৩০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান করে। ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি’র পক্ষে রঞ্জিত দাস ও সুজয় বসু অপরাজিত ত্থকেন যথাক্রমে ৬৬ ও ৪২ রান করে। পিচ বার্নার্স এর পক্ষে বোলার নীলকান্ত ২টি এবং তীর্থঙ্কর ২টি করে উইকেট দখল করেন। পিচ বার্নার্স ব্যাট করতে নেমে মাত্র ২৫ ওভারেই জয়ের জন্য ২১৮ রান তুলে নেয় ৬টি উইকেট হারিয়ে।
পিচ বার্নার্স এর ক্যাপ্টেন তীর্থঙ্কর দাসগুপ্ত ৪৭ রান এ অপরাজিত থাকেন। তীর্থঙ্কর দাশগুপ্ত ৪৭ রান এবং ২টি উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি টীম এর রঞ্জিত দাস ৬৬ রান করে অউটস্টান্ডিং প্লেয়ার নির্বাচিত হন।অর্ডিন্যান্স ফ্যাক্টরি টিমের লাখবিন্দার সিংহ ১৯২ রান এবং ৩টি উইকেট নেবার জন্য ম্যান অফ দা সিরিজ এবং সর্বোচ্চ রান স্কোরার পুরস্কার পায়।
পিচ বার্নার্স টিমের নীলকান্ত মুখার্জী ৭টি উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, টাটা মোটরস এবং লার্নিং মেট এবং আয়োজক দল পিচ বার্নার্স।