দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের ধিক্কার মিছিল

durgapur-trinmulনিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: সম্প্রতি দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এনআরসি, সিএএ, এনপিআর এর বিরুদ্ধে এবং রাজধানী দিল্লির গনহত্যার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে কবিগুরু মোড় পর্যন্ত। মিছিলে অংশ নেয় দুর্গাপুরের মাইকেল, ওমেন্স, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় এবং আই টি আই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য বৃন্দ। দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ বলেন এনআরসি, সিএএ, এনপিআর এর বিরুদ্ধে এবং রাজধানী দিল্লির দাঙ্গায় গনহত্যার প্রতিবাদে এই ধিক্কার মিছিল। তিনি আরো বলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই রক্ত মাখা কসাইখানা আমাদের দেশ নয়, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন রাখেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা রাজা খান ও প্রতিভা রুইদাস এবং সন্তু রায়।

advt-2advt-3advt-for-web3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2e361c-9a4f02_0be407e5fd5a4ec6bb10d9beede4c2afmv2rishav-new-2-for-web

%d