নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, ….. দক্ষিণ হাওয়া। বসন্তের আগমনে প্রকৃতি রাণী নিজেকে রঙিন করে সাজিয়ে তোলে আপন খেয়ালে, আপন খুশিতে। আর এই বসন্তেই অনুষ্ঠিত হয় রঙের উত্সব দোল উত্সব। কবির ভাষায় যা খ্যাত বসন্ত উত্সব নামে। আপামর জনজাতি নিজের সাজিয়ে নয়ে রঙিন করে তোলেন প্রকৃতির সঙ্গে সঙ্গে নানা রঙে নিজেদের সাজিয়ে তুলে। উত্তর কলকাতার অন্যতম এক সংস্থা সংবেদন, যাঁরা সারা বছর মানসিক, দৃষ্টিহীন ও মুক-বধির শিশুদের বিনামূল্যে শিক্ষাদান ও নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে তাদর বিকাশে সদা তত্পর, সেই সংবেদন বসন্ত উত্সবকে স্মরণীয় করে রাখতে এক অভিনব বণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল উত্তর কলকাতার শ্যামপার্ক থেকে প্রায় শতাধিক ভিন্নভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের নিয়ে।
মানসিক ও দৃষ্টিহীন ভাই-বোনের রাধা-কৃষ্ণ সেজে সামিল হয়েছিল এই অভিনব শোভাযাত্রায়। শোভাযাত্রার অন্যতম আয়োজক ছিল দর্জিপাড়া সর্বজনীন দুর্গোত্সব সমিতি।