নিজস্ব সংবাদদাতা, হুগলি: ডানকুনি শহর যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ডানকুনি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও ডানকুনি পৌরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখার্জী’র নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এন.আর.সি., সি.এ.এ. সি.এ.বি. ও এন.পি.আর. এর প্রতিবাদে এক সুবিশাল মিছিল ডানকুনি শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান ডানকুনি শহর যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এন.আর.সি., সি.এ.এ. সি.এ.বি. ও এন.পি.আর. আত্নরা এই বাংলায় কার্যকরী করতে দেবেন না ও দেশ থেকে বিজেপিকে হটানোর আহ্বান জানান দেবাশীষ বাবু।