ফ্রম রেগুলার টু রিমার্কেবেল
বইপোকা: ডাঃ রূপলিন যিনি পেশায় একজন প্রতিথযশা চক্ষু চিকিত্সক, যাঁর প্রধান ব্রত রোগীদের সুস্থ করে তুলতে, তাঁদের জবনে আলোর সন্ধান দিতে, ঠিক এর পাশাপাশি তিনি তাঁর কলমের মধ্য দিয়ে এই সমাজের সকলকে প্রতিনিয়ত প্রেরণা যোগাচ্ছেন, তার উত্কৃষ্ট প্রমাণ তাঁর লেখা ফ্রম রেগুলার টু রিমার্কেবেল পথ করলে সহজেই অনুমান করা যায়। তিনি এই বইটিতে মোট ৩৬৫টি মোটিভেশনাল কোটেশন লিপিবদ্ধ করেছেন যা মানুষকে তাঁদের জীবনের পজিটিভ দিকটা দেখতে শেখাবে ; নেগেটিভ দিক বর্জন করে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সাহায্য করবে। ডাঃ রূপলিন মানব জীবনের সফলতা , মাইন্ডসেট, ড্রিমস, প্যাশন, সেলফবিলিফ, অপারচুনিটি, হ্যাপিনেশ, হোপ, পজিটিভ এটিটিউড, ক্যারেজ ইত্যাদি বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছেন এই বইটির পাতায় পাতায়। ভবিষ্যতে তাঁর কলম থেকে এইরকম আরও অনবদ্য লেখনি আমরা উপহার পাবো। তিনি এরকম অসামান্য আরও অনেক বই পাঠক বর্গকে উপহার দেবেন – যা পাঠ করে অস্থির পৃথিবীর বুকে একসুস্থ সমাজ জন্ম নেবে।
“ফ্রম এভারেজ টু অসাম”
বইপোকা: ডাঃ রূপলিন তাঁর লেখা “ফ্রম এভারেজ টু অসাম” বইটিতে ৩৬৫ টিএফারমেশন মানুষের সামনে তুলে ধরেছেন যা মানুষকে “পজিটিভ লাইফ “ এ উন্নীত করবে। যারা জীবনে স্বপ্ন দেখেন , নিজস্ব লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা মনের মধ্যে পোষণ করেন – সেই সমস্ত মানুষদের কথা ভেবেই তিনি এই বইটি রচনা করেছেন। লাইফ, ওয়ার্ক, চ্যালেঞ্জ, সাকশেশ, সেলফলাভ, সেলফ ইম্প্রুভমেন্ট, সেলফ কনফিডেন্স, হেলথ, ফরগিভনেস, হোপ, কাইন্ডনেস ইত্যাদি ধরা পরেছে তাঁর সাম্প্রতিকতম এই বইটিতে। বটির ছত্রেছত্রে তিনি জীবনের এই সমস্ত দিকগুলোর প্রতি মনোযোগ দিয়েছেন। তাঁর নিজস্ব চিন্তার ফসলকে তিনি মানুষকে উপহার দিয়েছেন।