সরস্বতী পুজোয় প্রাক্তন মেয়র

durgapurঅভিজিত্‍ দাস, দুর্গাপুর: সরস্বতী পুজোয় রীতিমত ব্যাস্ত ছিলেন দুর্গাপুর পৌর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী। তিনি দুর্গাপুরের  মাইকেল মধুসূদন কলেজ ও ওমেন্স কলেজের সরস্বতী পুজোয় উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের উত্‍সাহ দেন। এই দুই কলেজের পুজোর দায়িত্বে থাকা তৃণমূল ছাত্র পরিষদের জেলা কার্যকরী সভাপতি ইমরান খান ও ইউনিট সভাপতি স্নেহা বাসু সহ সকল মেম্বার যা জানায় তারা এইবার দ্বায়িত্ব পেয়ে খুব খুশি এবং আগামী বছরগুলো আরো ভালো ভাবে করতে চায়। এই দুই কলেজে প্রাক্তন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান তথা ২০ ওয়ার্ডের কাউন্সিলর রমা প্রসাদ হালদার।

ছাএ  নেতা অজয় দেবনাথের নেতৃত্বে তৃণমূল ছাত্র ইউনিয়নের কর্ম কান্ডে প্রায় ৭০০ ছাত্র ছাত্রী যোগদান করেন। উল্লেখযোগ্য বিষয়  প্রায় ২ বছর পর ওমেন্স কলেজে এতো বড় অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ।

rishav-new-2-for-web1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2e361c-9a4f02_0be407e5fd5a4ec6bb10d9beede4c2afmv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv25ebd1-9a4f02_7f175010648e4a39ba2a18233b11142emv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: