ভাবনার নৃত্যাঞ্জলি

d6ba59fe-d567-4d1f-a65e-a81নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় হুগলির শেওড়াফুলি সাক্ষী হয়ে রইল এক মনোরম সুন্দর, মনোজ্ঞ অনুষ্ঠানের। এদিন সন্ধ্যায় শেওড়াফুলির নৃত্য শিক্ষা কেন্দ্র ভাবনা তাঁদের চতুর্থ বর্ষের অনুষ্ঠান শেওড়াফুলির সুরেন্দ্র ভবনে নক্ষত্র সমাবেশ ঘটিয়ে অনুষ্ঠিত করল। ভাবনার অনুষ্ঠান উপস্থিত সকল দর্শকমণ্ডলীর মননকে রাঙিয়ে দিয়ে তাঁদের হৃদয়ে রেখে গেল এক অন্যতম ভালোলাগার অনুভুতি।অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত, টেলি অভিনেত্রী সমতা দাস,   টেলি অভিনেতা সুমন দে, টেলি অভিনেতা সৌম্য মুখার্জী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার,  নৃত্যশিল্পী মিত্রা গুঁইন, অভিনেতা প্রেমজিৎদের উপস্থিতিতে সুরেন্দ্র ভবনের মঞ্চ হয়ে উঠেছিল আলোকিত।

কেন্দ্রের শিল্পীদের সমবেত নৃত্যনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠানের মালা সাজিয়েছিল এদিন ভাবনার প্রধান বাপী দাস।

rishav-new-2-for-web92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv23b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: