নিজস্ব সংবাদদাতা, হুগলি: এন.আর.সি ও সি.এ.এ. এর বিরুদ্ধে প্রচার এবার সরস্বতী পুজোতেও। হুগলি জেলার রিষড়ার এক সরস্বতী পুজোয় দেখা গেল কেন্দ্রীয় সরকারের এন.আর.সি ও সি.এ.এ. ও সি.এ.বি. বিরোধী পোস্টার নিয়ে রীতিমত প্রচার করতে স্থানীয় পৌরসদস্য শুভজিত্ সরকারকে।