প্রবীর বোস, হুগলি: সারা ভারত যুবলীগ বৈদবাটী লোকাল কমিটির উদ্যোগে শুরু হল নেতাজী কাপ ফুটবল প্রতিযোগিতা স্থানীয় বি এস পার্ক ময়দানে। ২৪শে জানুয়ারীর বিকালে বেলুন উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ফুটবলের দ্রোনাচার্য সৈয়দ নৈইমুদ্দিন। চার দলের মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিন আগামী ২৬ জানুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে অনান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চটোপাধায়।